কোনো | গ্রিকদেবতা হলেও আমি আসতাম ছুটে আসতাম |
যা আছো এই | |
ঠিক তোমাকেই | |
এমনি ভালোবাসতাম ॥ | |
দোষে গুণে এই যে তুমি ঠিক বাঙালি মেয়ে | |
কোনো | দিগ্বিজয়ী হলেও আমি মুগ্ধ হতাম তোমায় পাশে পেয়ে |
জাহাজ কিংবা ভেলা | |
হলেও | আমার সারা বেলা |
আমি | সাগর ছেড়ে তোমার জলে ভাসতাম ॥ |
রোদে মেঘে এই যে তুমি মন ভরিয়ে এলে | |
কোনো | জন্মদুখী হলেও আমি পূর্ণ হতাম তোমায় সাথে পেলে |
আঁধার কিংবা আলো | |
হলেও | তোমায় বেসে ভালো |
আমি | আকাশ ছেড়ে তোমার চোখে হাসতাম ॥ |