তোর কাছে গান নেই
প্রাণ নেই
কাদামাটি-ঘ্রাণ নেই; নেই সম-ভাবনা
তোর সাথে যাবো না॥
তোর মন থেকে রঙ মাখে না মেঘেরা
তোর হাসি ছলছল জল দিয়ে ঘেরা
তোর কাছে রাত নেই
চাঁদ নেই
সহযোগী হাত নেই, নেই স্বপ্ন বোনা
তোর সাথে যাবো না॥
তোর পথে পথ মিশে পায় না ঠিকানা
তোর চোখে তারা জ্ব’লে হয় না নিশানা
তোর কাছে ফুল নেই
ভুল নেই
স্মৃতি, কালি-ঝুল নেই, নেই সম্ভাবনা
তোর সাথে যাবো না॥
[সাতের একুশ, বিশবারো]