প্রথম উপন্যাস অন্যচোখের পাণ্ডুলিপির জন্য শব্দঘর-অন্যপ্রকাশ তরুণ কথশিল্পী পুরস্কার ২০১৭ প্রাপ্তি। পুরস্কার স্বরূপ উপন্যাসটির সংক্ষিপ্ত আকারে শব্দঘর ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল। পরে ২০১৮ সালে বইটি প্রকাশ করে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ।
***
ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতা ২০০৯ এ গীতিকবিতা বিভাগে দ্বিতীয় সেরা লিরিকের জন্য পুরস্কার গ্রহণ করছি মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে। অমূল্য স্মৃতি আমার জন্য।
সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দেন শিল্পী ফাহমিদা নবী ও কুমার বিশ্বজিৎ