সাঁঝবাতাসে নিরুচ্ছ্বাসে সন্ধ্যাপ্রদীপ জ্বলে
দিন ফুরোবার গান গেয়ে যায় শুকনো পাতার দলে
চোখের আপন জোনাক পোকা
আঁধারে দেয় আলোর ধোঁকা
তাই খুঁজে যাই আলোর রেখা আঁধারি-কৌশলে ॥
সন্ধ্যা যখন রাত হয়ে যায়, রূপবদলের মাঠে
কাওকে চেনা যায় না, শুধু দাঁতগুলো নখ কাটে
বুকের ব্যথা চিনচিনিয়ে
কাউকে যেন দেয় চিনিয়ে
বুঝি না সে ভবে ভাসে, নাকি ভাবের তলে
বুঝবো বলেই চক্ষু বুজি আঁধারি কৌশলে ॥
রাত্রি যখন ভোর হয়ে যায় দুইটা চোখের পরে
দৃষ্টি তখন ব্যস্ত ভীষণ চোখের-ই অন্দরে
আলোর রেখা ভেংচি দিয়ে
যাত্রা করে মুখ ফিরিয়ে
দেখি না সে দেখে গেল না-দেখারই ছলে
খোঁজ না করেই খুঁজছি তাকে আঁধারি কৌশলে ॥
[ঢাকা, বিশতেরো]