..

বাংলায় লিখি। বাংলাই লিখি।

ছোটগল্প, উপন্যাস, ও গানের কবিতা জুড়ে থাকে আমার লেখার খাতা। কিছু অণুগল্প লিখেছি, নাম দিয়েছি চুনোগল্প। আর লিখি মুহূর্তের চিন্তা ভাবনা। সেগুলোরই কিছু কিছু এখানে তুলে দেওয়ার ইচ্ছে।

জন্ম নিয়েছি সাতের একুশ ’ছিয়াশিতে। বাবা শেখ আব্দুস সামাদ। সংবেদনশীল এবং স্বপ্নবাজ মানুষ ছিলেন। বাঁশি বাজাতেন। ছিলেন বাঁশের বাঁশির মতোই। কঠিন। বাজাতে পারলে আবার বেজেও উঠতেন সুরে সুরে। ভরাট গলায় গাইতেন। সুরের মতো কোমল আমার মা। আয়শা খাতুন। সংসারশিল্পী। পরোপকারী এবং সহিষ্ণু; সরল যেন পানি। প্রয়োজনে বরফ হন, প্রয়োজনে বাষ্প। তাদের দোষ-গুণের উত্তরাধিকার আর শ্রমে-ঘামে দাঁড়িয়ে আছে ছোট্ট কুঁড়েঘর, খামারপাড়ায়। গ্রামটি সোনানদীয়া নামক এক কিংবদন্তীজড়ানো বাঁওড়ের জলে ধোয়া। অবস্থান যশোর জেলার শার্শা উপজেলায়।

পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউআইবিই, বেইজিং-এ। পেশায় শিক্ষক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পড়াই।

অন্যচোখে (২০১৮); বা অথবা কিংবা (২০২০); চোখ খুলি না, চক্ষু লোনা (২০২১); এবং স্বরূপকথা (২০২২) এখন পর্যন্ত প্রকাশিত বই।

ইমেইল: ashanuzzaman@gmail.com / ashanuzzaman@brur.ac.bd