আপনাকে নিয়ে দারুণ একটা গল্প আছে এ বইয়ে। আছে আমাকে নিয়ে লেখা গল্পও। আরেকটা গল্প আছে, যেটা আরও চমৎকার, আমি আপনি ও সে যেখানে একসঙ্গে ঢুকে গেছি। ঢুকেই দেখি প্রেম কাম আর সুখসমাজ কেমন একাকার স্রোতে ঢেউ তুলে নাচছে। সে-স্রোতে ভেসে আছে আমাদের-কথা-বলা, সময়ের-কথা-বলা নানান খড়কুটো। সমকালীন বাস্তবতা তার সমস্ত বিষাদ ও বৈভব আর হঠকারিতা ও প্রতিবাদ নিয়ে এমনভাবেই হাজির হয়েছে গ্রন্থভূক্ত নয়টি গল্পে।
প্রকাশক: চন্দ্রবিন্দু; প্রচ্ছদ: আল নোমান

গুডরিডস রকমারি চন্দ্রবিন্দু


আলোচনা সমালোচনা পাঠপ্রতিক্রিয়া

১. “আশান উজ জামানের গল্প সুস্বাদু খাবারের মত”/ হাসনাত আবদুল হাই, কথাসাহিত্যিক