আশান উজ জামান

দেখা। লেখা। পড়া

পিদিম জ্বলা আলোতে তুই সবচেয়ে সুন্দর
মা তুইসবচেয়ে সুন্দর
তাইপিদিম জ্বেলে আলো করে রাখি এ অন্তর
মাটির গড়া ঘর-দুয়ারে সবচেয়ে সুন্দর,
মা তুইসবচেয়ে সুন্দর
তাইমাটির ঘর আর উঠোন দিয়ে ভরেছি অন্তর ॥

উঠানে তোর একটা পাশে থাকবে ধানের হাসি
আরেক পাশে সোনালী আঁশ মেলবে মায়ারাশি
মাঠ ভরানো ফল ফসলের ঘ্রাণ
খড়ের চালে রোদ-জোছনার গান
সবচে’ ভালো ওরাই পারে ভরাতে মন তোর
তাইধানে গানে ফুল পাখিতে ভরেছি অন্তর ॥
মাগোতোর আঁচলে ঘরের চাবি সবচে’ ভালো থাকে
তাই চাবি ক’রে ওই আঁচলে বেঁধেছি আমাকে।

জীবনে সুখ-দুঃখ আছে জোয়ার ভাটার মতো
নদীর পারে টিকে থাকার যুদ্ধ অবিরত
যুদ্ধে থাকে সব হারানোর ভয়
সে-ভয় ভেঙেই আনতে পারিস জয়
উল্টোস্রোতে চলেই পেলি মহৎ জীবন তোর
তাইদুঃখ ব্যথা ভয় সাহসে ভরেছি অন্তর ॥
[২০১০]

2 thoughts on “মায়ের জন্য গান

  1. মাগো তোর আঁচলে ঘরের চাবি সবচে’ ভালো থাকে— চিরন্তন সত্য কথা। ভালো লেগেছে।

Leave a Reply

Your email address will not be published.