তুমি আমার দিগন্ত, তাই
একবারো না পেয়ে তোমায় বারেবারে হারাই ॥
যতখানি এগিয়ে যাই
পিছিয়ে ঠিক তত দূরে থাকো
তবে কেন চোখ ইশারায়
এমনি কাছে ডাকো
সে ডাক পেয়ে কষ্ট ভুলে
নিত্য দু’পা বাড়াই ॥
আর একবারো না..
আমি যদি পিছিয়ে যাই
তুমি আবার আসো কাছাকাছি
এভাবে যে স্বপ্ন দেখাও
তাই তো বেঁচে আছি
হাতের কাছে নাই বা পেলাম
চোখের মাঝে তো পাই ॥
তাই একবারো না..
[ঢাকা, বিশবারো]
Photo by Rodion Kutsaev on Unsplash